স্বাধীনদেশ টেলিভিশন

জাপান ও কানাডায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও দুটি নতুন গন্তব্যে পাখা মেলতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

 চলতি বছরের মধ্যেই কানাডার টরেন্টো ও জাপানের টোকিওতে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন জানিয়েছেন, কানাডার সঙ্গে এয়ার এগ্রিমেন্ট অনুযায়ী উইন্টার শিডিউল অক্টোবরে টরেন্টোতে ফ্লাইট চালু করা হবে। এয়ার এগ্রিমেন্ট অনুযায়ী মিনিমাম তিনটি ফ্লাইট চালানো হবে।

তিনি জানান, বাংলাদেশ থেকে কোনো যাত্রী নিউ ইয়র্ক বা আমেরিকার যেকোনো জায়গায় যেতে চাইলে টরেন্টো হয়ে যেতে পারবে। আমরা যাত্রীর কাছ থেকে নিউ ইয়র্ক বা আমেরিকার অন্য ডেস্টিনেশনের টাকা নেব।

আরো সংবাদ