স্বাধীনদেশ টেলিভিশন

কাল থেকে লন্ডন ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট স্থগিত বাংলাদেশ বিমানের

আগামীকাল সোমবার (৬জুলাই) থেকে লন্ডন ছাড়া এবার আন্তর্জাতিক সব রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ রোববার (০৫ জুলাই) সন্ধ্যায় বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।  সংশ্লিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও আগামী ৩১ আগস্ট পর্যন্ত কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটেও বিমানের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এদিকে দুবাই ও আবুধাবি রুটে অনিবার্য কারণে ফ্লাইট পরিচালনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান। 

তবে যারা টিকিট বুকিং দিয়েছিল তাদের বিশেষ ব্যবস্থায় পরিবহন করবে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সিভিল এভিয়েশন ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত দিয়েছিল।  সে অনুযায়ী বিমান ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত  ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেয়। কিন্তু অনিবার্য কারণে এই ফ্লাইটগুলো পরিচালনা স্থগিত করা হয়েছে।

তবে ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং করা দুবাইগামী যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় পরিবহনের ব্যবস্থা নেবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে বলেও জানান তিনি।

করোনা প্রতিরোধে নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ১০৫ দিন পর বিমান বাংলাদেশ প্রথম যাত্রীবাহী ফ্লাইট চালুর মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এই আন্তর্জাতিক বিমান বন্দরে আবারও আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরো সংবাদ