স্বাধীনদেশ টেলিভিশন

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর

স্বাধীনদেশ প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর স্থানীয় সময় ১১ টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলান্সের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক পৌছেছেন।

এ সময় দুবাইতে নিয়োজিত বাংলাদেশের কন্স্যাল জেনারেল মো.ইকবাল হোসেন খান আবুধাবি দূতাবাস ও দুবাই কন্স্যুলেটের উর্ধ্বত্বন কর্মকর্তারা তাদের উষ্ম সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।

এতে আরো উপস্থিত ছিলেন মিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ মাহাতাবুর রহমান নাছির (সিআইপি), কমিউনিটি নেতা মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, বিশিষ্ট কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, কমিউনিটি নেতা সাইফুদ্দিন আহাম্মেদ, কমিউনিটি নেতা মোহাম্মদ জাকির হোসেন, কমিউনিটি নেতা মোহাম্মদ নাছির উদ্দিন কাউছার, কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল মান্নান, মিসেস মাহাতাব প্রমুখ।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান ভারতের হাই কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর  কূটনৈতিক মোহাম্মদ আবু জাফরকে সরকার আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন বাংলাদেশ সরকার। কোভিড -১৯ এর কারণে তিনি এতোদিন কর্মস্থলে যোগদান করতে পারেনি।

পরিপক্ষ ও বহুপ্রতিভার অধিকারী এই কূটনৈতিক এর আগে দুবাইতে বাংলাদেশ কন্সুলেট জেনারেলের কন্স্যাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে তাঁর পুনরায় আগমনে আমিরাতে প্রবাসীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করতে দেখা গেছে।

আরো সংবাদ