স্বাধীনদেশ টেলিভিশন

বিমানের ফ্লাইট বাতিলের বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশ বিমানের এমডি

বিমানের ফ্লাইট বাতিলের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। ফ্লাইট বাতিলের বিষয়ে কোন নির্দেশনাও পান নি বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার এর আগে গত ২ জুলাই বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত করে তার্কিশ এয়ারলাইন্স।

মোকাব্বির হোসেন বলেন, আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি। চাটার্ড ফ্লাইট চালানোর অনুমতিটা তারা দিয়েছে, এখন যদি সিদ্ধান্ত বদল হয়, তাহলে বদলাতে হবে। কোনো সিদ্ধান্ত পাইনি আমি এখনো।

বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। ইতালিগামী বিমানে বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার (০৭ জুলাই) এ সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। সোমবার বাংলাদেশ থেকে যাওয়া ২২৫ যাত্রীর মধ্যে ইতালি বিমানবন্দরেই পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

আরো সংবাদ