স্বাধীনদেশ টেলিভিশন

আজ দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর টার্মিনাল থ্রি’তে বিমান BG-147 অবতরণের কথা রয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান বোয়িং BG-147 একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

তবে কতজন যাত্রী ছিলো তাৎক্ষনিক তা জানা যায়নি। ফ্লাইটি দুবাই সময় রাত ১০ টা ৫৫ মিনিটে পৌছার কথা রয়েছে।

চট্টগ্রামের বাসিন্দা এই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, চট্টগ্রাম থেকে অভ্যন্তরিন বিমানে করে যাত্রীর সকালে ঢাকা নিয়ে যাওয়া হয়। এর আগে সকল যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করোনা ভাইরাসের নেগেটিভ সনদ নিয়ে চেকিং করানো হয়। এরপর ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুরে ১৭৩ যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বিমান। বিমানটি বাংলাদেশ সময় রাত ১২ টা ৫৫ মিনিটে দুবাই দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর টার্মিনাল থ্রি’তে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে চার মাস বাংলাদেশ থেকে দুাই বিমান চলাচল বন্ধ ছিল।

আরো সংবাদ