স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাত সরকার বর্ধিত ভিসার মেয়াদ বাতিল করেছে

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে চলিত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত দেশটির মন্ত্রী সভায় বাতিল করেছে।

আজ শনিবার (১১ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ গত মার্চের ১ তারিখ থেকে ৩১ মার্চের মধ্যে আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে,তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়ে ছিল।

পরে সেই সময়সীমা কমিয়ে ৩ মাস করেছে দেশটির সরকার। শুক্রবার আমিরাতের মন্ত্রিসভায় নেয়া নতুন এই সিদ্ধান্ত তৎক্ষণিক ভাবে কার্যকর হয়।

এবং আগামী রবিবার ১২ জুলাই থেকে তাদের জরিমানা শুরু হবে। তবে,  আমিরাতের বাহিরে থাকা বাসিন্দা যাদের ভিসার মেয়াদ ১ মার্চ পর শেষ হয়েছে বা ছয় মাসের বেশি সময় ধরে যারা বাহিরে অবস্থান করছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল থাকছে।

আরো সংবাদ