স্বাধীনদেশ টেলিভিশন

করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে এবার জশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল ইসলাম মারা গেছেন।

আজ রোববার (১২ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের পরিচালক ড. মো. ইব্রাহিম জানান, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে করোনা রোগীদের নির্ধারিত হাসপাতাল মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরো সংবাদ