স্বাধীনদেশ টেলিভিশন

ইরানে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা, শোক প্রকাশের ভেন্যুও বন্ধ

সংক্রমণ বাড়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশের নাগরিকদের করোনাকালে বিয়ের অনুষ্ঠানের ওপর সাময়িক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। শনিবার এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

রয়টার্স জানিয়েছে, রুহানির টেলিভিশন ভাষণের পরপর পুলিশ তেহরানের সব বিয়ে ও শোক প্রকাশের ভেন্যু পরবর্তী নোটিসের আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

মধ্য এপ্রিল থেকে ইরান লকডাউনে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করছে। তবে সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে ১৮৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ১২ হাজার ৬৩৫ এ পৌঁছেছে বলে শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

রুহানি তার ভাষণে বলেছেন, ‘আমাদেরকে অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান ও জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, চাই সেটা শোকের, বিয়ের বা আনন্দ আয়োজনের হোক না কেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এখন উৎসব বা সেমিনারের সময় নয়।’

আরো সংবাদ