স্বাধীনদেশ টেলিভিশন

সাড়ে ৩ মাস পর আজ থেকে বরিশালে যাত্রীবাহী ফ্লাইট শুরু

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হচ্ছে।

আজ রোববার (১২ জুলাই) থেকে বন্ধ থাকা ফ্লাইট শুরু হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

তবে করোনা পরিস্থিতি উন্নতি সাপেক্ষে চাহিদা সাপেক্ষে ফ্লাইট বাড়ানো হবে বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। করোনা মহামারিতে প্রায় সাড়ে ৩ মাস বন্ধ রাখার পর বরিশাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরে ফ্লাইটের অনুমতি দেওয়া হয়। এখনও অনুমতি পায়নি কক্সবাজার ও রাজশাহী রুট।

আরো সংবাদ