স্বাধীনদেশ টেলিভিশন

রাউজানে মসজিদে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামের রাউজানের ১২নং উরকিচর ইউনিয়নের হারপাড়া এলাকায় স্থানীয় কিছু চিহ্নত ব্যাক্তি কর্তৃক হামলা চালিয়ে আল-ফালাহ্-মহিলা মাদ্রাসা জামে মসজিদের মেহরাব ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার দুপুরে মেহরাব ভেঙ্গে দেয়ার ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেন।

এই ঘটনায় রাউজান থানায় একটি অভিযোগ দায় করেছেন আল-ফালাহ্-মহিলা মাদ্রাসার অধ্যক্ষ এবং জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইউনুছ ফেরদৌস।

আজ সোমবার সকাল থেকে আল-ফালাহ্-মহিলা মাদ্রাসা জামে মসজিদের মেহরাব ভেঙ্গে দেয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার লোকজন।  তারা দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভ সমাবেশ।

আল-ফালাহ্-মহিলা মাদ্রাসার অধ্যক্ষ এবং জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইউনুছ ফেরদৌস বলেন, আল্লাহ ঘর মসজিদে হামলা করে মেহরাব ভাংচুর করে পুরো বিশ্ব মুসলিম উম্মার উপর হামলার সামিল। ওরা ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। তারা কূপোদক মস্তকহীন নরপশু। আমরা আইনের প্রতি শ্রাদ্ধা রেখে থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ প্রশাসন জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে না হলে আমাদের তিব্র আন্দোলন চালিয়ে যাব।

পরে মসজিদে হামলা ও ভাংচুরের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল হারপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ