স্বাধীনদেশ টেলিভিশন

ডা. সাবরিনার মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ

করোনা টেস্ট নিয়ে জেকেজির প্রতারণার ঘটনায় ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা মামলাটি তদন্তের ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার  চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেয়া হয় ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে। পুলিশ চার দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করেন। 

ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে রিমান্ডে এনে গতকাল থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেজগাঁও থানা থেকে রাতেই ডিবি কার্যালয়ে নেয়া হয় তাকে। এদিকে, ডাক্তার সাবরিনার অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাবরিনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাকে। কতৃপক্ষ জানায়, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান থাকা এবং অর্থ আত্মসাত ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, তাই ডা. সাবরিনাকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন।

আরো সংবাদ