স্বাধীনদেশ টেলিভিশন

‘দুবাইয়ে বিশ্বের বড় ফলের বাজার’ যেভাবে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশি ব্যবসায়ীরা

দুবাইয়ে বিশ্বের সবচে বড় ফলের বাজার নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে এই ফল মার্কেটে মন্দা দেখা দিলেও আমিরাত সরকারের নিরলস প্রচেষ্টায় এখন এই ফলের বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ক্রেতাদের বেশ সমাগম ঘটায় খুশি ব্যবসায়ীরাও।

নিজেদের কোন উৎপাদন নেই অথচ বিশ্বের সবচেয়ে বড় ফল ও সবজির বাজার এখন দুবাইয়ে। দিনে এখানে বেচাকেনা হয় অন্তত দেড়শ কোটি টাকা।  এখানে মৌসুমি ফল ও সবজি রপ্তানি বাড়িয়ে দাম পাবার সুযোগ আছে দেশের ব্যবসায়ীদের।

এই বাজারের ৮০ শতাংশ ব্যবসায়ী বাংলাদেশি।  ফলে বাজার নিয়ন্ত্রণ করছেন তারাই।  মরুভূমির কারণে দুবাইয়ে শাকসবজি কিংবা ফলমূলের উৎপাদন নেই বললেই চলে।  অথচ আল আবির এলাকায় দুবাই সেন্টার ফ্রুট এন্ড ভেজিটেবল মার্কেটে পাওয়া যাবে অন্তত ৬০০ জাতের ফল, আর ৫০০ জাতের সবজি।  ভালো দামের আশায় বিশ্বের নানা প্রান্তের ব্যবসায়ীরা পাঠাচ্ছেন সবজি ও ফলমূল।

এই বাজারের কিছু ফল ও সবজি রপ্তানি হচ্ছে সৌদিআরব, বাহরাইন, ওমানসহ মধ্যপ্রাচ্যের নানা দেশে।

বাংলাদেশের ফল আর সবজি রপ্তানীর সুযোগ থাকলেও পরিবহন খরচ বেশি হওয়ায় সেটি করা যাচ্ছেনা।

আরো সংবাদ