স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে একদিনে ১৬৭ জনের করোনা শনাক্ত, ১ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬৭ জন। এর মধ্যে ১০৯ জন মহানগরের ও ৫৮ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৯৩১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৯৯ জন মহানগরের ও ৩ হাজার ৬৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে চট্টগ্রামে মঙ্গলবার মারা গেলেন একজন।  এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৭ জন; এর মধ্যে ১৫৪ জন মহানগরের ও ৬৩ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে লোহাগাড়ার ১, বাঁশখালীর ৪, আনোয়ারার ১, চন্দনাইশের ৫, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ৫, মিরসরাইয়ের ১০ ও সীতাকুণ্ডের ২ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৬ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪৩০ জন করোনা রোগী।

আরো সংবাদ