স্বাধীনদেশ টেলিভিশন

এবার ইতালির আদালতে ১২৫ ফেরত প্রবাসীর পক্ষে ক্ষতিপূরণের মামলা দায়ের

এবার রোম আদালতে ১২৫ জন বাংলাদেশি প্রবাসীকে এয়ারপোর্ট হতে দেশে ফেরত পাঠানোর ঘটনায় ইতালিয়ান সরকারের নিকট সকলের প্রবেশাধিকার ও ক্ষতিপূরণ এবং কাতার এয়ারলাইন্সের নিকট হতে ক্ষতিপূরণের দাবিতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ মামলা করা হয়।

ইতালির রোমের সামাজিক সংগঠন ধূমকেতু পক্ষ থেকে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু মামলাটি করেন।

আগামীতে ইতালি প্রবেশে বৈধ প্রবাসীদের সকল ধরনের ইমেগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনের জন এই মামলার প্রধান উদ্দেশ্য। সঙ্গে সরকার ও কাতার এয়ারলাইন্সের নিকট পুশ ব্যাক (push back) হওয়া যাত্রীদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়। যাত্রীদের মধ্যে অনেক শিশু ও নারীও ছিলেন। হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশ হতে ইতালি পৌঁছে আবার একই বিমানে দেশে ফিরে আসা খুবই কঠিন। যা শিশু ও নারীদের জন্য অত্যন্ত ভোগান্তিকর।

বিমানটিতে অন্য অনেক দেশের বৈধ ইতালি প্রবাসীরাও ছিলেন। তাদেরকে প্রবেশ করতে দেয়া হলেও বাংলাদেশি বৈধ প্রবাসীদের প্রবেশ করতে না দেয়া মানবাধিকারের পরিপন্থী।

ধূমকেতুর পক্ষ হতে বলা হয়েছে, একই দিন মিলান হতে যে ৪০ জন বাংলাদেশি বৈধ-প্রবাসী বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের পক্ষেও মিলানের আদালতে পৃথক মামলা করা জরুরি।

আরো সংবাদ