স্বাধীনদেশ টেলিভিশন

মাত্র ২০ মিনিটে করোনা শনাক্ত করবে যে যন্ত্র

রক্তের নমুনা পরীক্ষা করে মাত্র ২০ মিনিটের মধ্যে করোনাভাইরাস শনাক্তের যন্ত্র উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। কম সময়ে করোনা শনাক্তে উদ্ভাবিত যন্ত্রটিকে বিশ্বের প্রথম যুগান্তকারী উদ্ভাবন বলে দাবি করছেন তারা।

বর্তমানে কেউ আক্রান্ত হয়েছেন কিনা কিংবা অতীতেও কারও করোনা হয়ে থাকলে তা এই যন্ত্রটির মাধ্যমে শনাক্ত করা সম্ভব এমনটাই বলছে মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। রক্তের নমুনা থেকে মাত্র ২৫ মাইক্রোলিটার প্লাজমা পরীক্ষা করে করোনা শনাক্ত করতে সক্ষম যন্ত্রটি। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় শত শত নমুনা পরীক্ষা করা যেতে পারে। একই সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালের কাজে সহায়তা করতে ভ্যাকসিন প্রয়োগের পর কারও দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা-ও শনাক্ত করবে এই যন্ত্র।

মোনাস বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যৌথভাবে যন্ত্রটি উদ্ভাবন করেছে বায়োপিআরআই এর বিজ্ঞানীরা।

আরো সংবাদ