স্বাধীনদেশ টেলিভিশন

সৌদি শাসক সালমান হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন তিনি।

আজ সোমবার সকালে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরব টাইমস সূ্ত্রে জানা গেছে, ৮৪ বছর বয়স্ক সৌদি বাদশাহ গলব্লাডারের সমস্যায় ভোগছেন। তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিকেল টেস্ট করা হবে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে আর কোন বিস্তারিত তথ্য জানা যায়নি।

সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়। তিনিই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেয়ায় নানা আলোচনা-সমালোচনার সম্মুখীন হন।

তার পিতা সালমান সৌদি বাদশাহ হওয়ার আগে ২০১২ সাল থেকে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন। এর আগে ৫০ বছরের বেশি সময় তিনি রিয়াদের গভর্নর ছিলেন। বয়োবৃদ্ধ বাদশাহ সালমান শারীরিকভাবে খুবই দুর্বল। অন্যের সাহায্য ছাড়া একাকী চলাফেরাও তেমন করতে পারেন না

আরো সংবাদ