স্বাধীনদেশ টেলিভিশন

কুরবানির পশুর হাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএমপির সভা

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে পশুর হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে এক সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় নগরীর দামপাড়ার সিএমপি পুলিশ লাইন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান আসন্ন পবিত্র পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে পশুর হাটে আইন-শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের, পশুর হাটে গবাদি পশু ক্রয়-বিক্রয় ও পরিবহন, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধসহ সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চলমান মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন হতে অনুরোধও জানান তিনি।

সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ