স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে আরও ১৩৩ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৩১৯৮

চট্টগ্রামে একদিনে আরও ১৩৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৯১ জন মহানগরের ও ৪২ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ১৯৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ১৭৯ জন মহানগরের ও ৪ হাজার ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৫ জন। এর মধ্যে ১৫৮ জন মহানগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।

আজ বুধবার (২২ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৩ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৬৭৭ জন করোনা রোগী।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ২, আনোয়ারার ১, পটিয়ার ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ১৫, ফটিকছড়ির ১০, হাটহাজারীর ৮, মিরসরাইয়ের ২ জন আছেন।

আরো সংবাদ