স্বাধীনদেশ টেলিভিশন

প্রবাসীদের আমিরাতের আইন মেনে চলার আহ্বান নবনিযুক্ত রাষ্ট্রদূতের

সংযুক্ত আরব আমিরাতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, সাংগঠনিক কাজকর্ম চালাতে গিয়ে যাতে স্থানীয় আইন-কানুন বিঘ্নিত না হয় আর প্রবাসে যাতে দেশের ভাবমূর্তি বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে সাংগঠনিক মতাদর্শ ভিন্ন থাকলেও প্রবাসে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত বলে মন্তব্য তিনি ।

গত সোমবার (২০ জুলাই) সামাজিক সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে  তিনি এসব কথা বলেন।

এ সময়ে লেবার কাউন্সিলার আবদুল আলিম মিয়া, দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেনসহ সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আবু মনসুর, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাবেদ, উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা জাকের হোসেন ও উপদেষ্টা সদস্য ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আমিরাত প্রবাসী  সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এম আবদুল মন্নানও উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত আরো বলেন, করোনাকালীন এ সময়ে প্রবাস ও প্রবাসীদের ইতিবাচক খবর বা বিষয়গুলো তুলে ধরা উচিত।

এসময় প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমিরাতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের প্রকাশিত ‘প্রজন্মচিত্তে বঙ্গবন্ধু’ ও ‘অনন্য ভুবনের মানুষ’ বই দুটি রাষ্ট্রদূতকে উপহার দেয়া হয়।

আরো সংবাদ