স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে মাত্র একটি বুথে বিদেশগামীদের করোনা পরীক্ষা

চট্টগ্রামে বিদেশযাত্রায় বাধ্যতামূলক কোভিড–১৯ পরীক্ষার জন্য রয়েছে মাত্র একটি বুথ। সেটিরও স্থান বার বার পাল্টানোয় ভোগান্তি চরমে উঠেছে। নির্ধারিত সময়ে রিপোর্ট পাওয়া নিয়ে শঙ্কায় প্রবাসীরা।

বিদেশগামীদের এখন থেকে লাগবে কোভিড নেগেটিভ সনদ। তাই বৃষ্টি উপেক্ষা করে একমাত্র চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে রেজিষ্ট্রেশন ও নমুনার জন্য দীর্ঘলাইন রেমিটেন্স যোদ্ধাদের। নমুনা দেয়ার পর তিনদিন পর্যন্ত আইসোলেশনে থাকার শর্ত থাকলেও সামাজিক দূরত্ব না মানায় উল্টো ভিড়ে এসে এদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক তথ্যের অভাব, বারবার পরীক্ষার স্থান পরিবর্তনসহ নানা ভোগান্তি যাত্রীদের।

নিয়মানুযায়ী ফ্লাইটে উঠার ৭২ ঘণ্টার মধ্যে নমুনা সংগ্রহ আর ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট দেয়ার নিয়ম। কিন্তু রিপোর্ট আগ মুহূর্তেও পাবেন কিনা তা নিয়ে শঙ্কা কাটছে না।

প্রথমদিকে একটু সমস্যা হলেও পরে ভোগান্তি থাকবে না বলে দাবি করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

তবে কাজটি চ্যালেঞ্জিং হলেও সব ব্যবস্থা আছে বলে জানিয়েছেন, চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক হাসান শাহারিয়ার কবির।

ইতালি, চীন, কোরিয়াসহ বেশকিছু দেশে কোভিড পজিটিভ পাওয়ায় বিমান বন্দর থেকে ফিরিয়ে দেয়া হয় বাংলাদেশিদের। তাই ২৩ জুলাই থেকে বিদেশগামীদের জন্য নেগেটিভ রিপোর্টে বাধ্যতামূলক করেছে সরকার।

আরো সংবাদ