স্বাধীনদেশ টেলিভিশন

মক্কায় হজের আনুষ্ঠানিকতা শুরু

সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে কাবাশরিফে জড়ো হতে শুরু করেছেন হজে অংশগ্রহণকারীরা। 

সন্ধ্যায় তারা মক্কা থেকে মিনায় যাবেন। বুধবার সারা দিন মিনায় থেকে বৃহস্পতিবার আরাফাত ময়দানে যাবেন তারা। সেখানে দিনভর ইবাদত করে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহ’র জিকির করবেন। 

আরাফাত ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে মুজদালিফায় যাবেন তারা।  মুজদালিফায় রাত যাপন করে পর দিন শয়তানকে পাথর ছুঁড়ে মারবেন হজব্রত পালনকারীরা। এরপর আল্লাহর সন্তষ্টির জন্য পশু কোরবানি দেবেন তারা।

করোনার কারণে এবার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

আরো সংবাদ