স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে ১৪ হাজার ছুঁই ছুঁই করোনা রোগী, নতুন শনাক্ত ১০৮

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮০৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৮ জন; এর মধ্যে ৮৮ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৯৭৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৭৬৭ জন নগরের ও ৪ হাজার ২০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৯ জন; এর মধ্যে ১৬১ জন নগরের ও ৬৮ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭২ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৪৪ জন করোনা রোগী।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সাতকানিয়ার ২, চন্দনাইশের ২, পটিয়ার ১, রাউজানের ১, ফটিকছড়ির ৬, হাটহাজারীর ৭ ও মিরসরাইয়ের ১ জন আছেন।

আরো সংবাদ