স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১২৫ জন, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৮৭ জনের নমুনা পরীক্ষা করে আরও ১২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৩৩৮ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৩১ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৬ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ২৫৩ জন করোনা রোগী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৯০ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হয়নি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষায় দুইজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে শেভরণ ল্যাবে ৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৪ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ১, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৯, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ৫, সীতাকুণ্ডের ৩, মিরসরাইয়ের ১ ও সন্দ্বীপের ১ জন জন আছেন।

আরো সংবাদ