স্বাধীনদেশ টেলিভিশন

আবুধাবীতে দেশীয় পণ্য বিপননে দেশীয় প্রতিষ্ঠানের যাত্রা শুরু

এম আবদুল মন্নান,  আমিরাত  প্রতিনিধি

প্রবাসে দেশীয় পণ্য সামগ্রী বিপনন ও দেশীয় কর্মক্ষেত্র সৃস্টির লক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর উপশহর বানিয়াছ সাত বিল্ডিংয়ের ছয় নম্বর বিল্ডিংয়ে দেশীয় মালিকানাধীন ওয়াদা খলিফা আল ফালাসি নামের নতুন বাকালার যাত্রা শুরু করল।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সাদেকুর রহমান ফিতা কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন।

উদ্বোধনকালে আবুধাবী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস.কে আলাউদ্দিন, সাংবাদিক এম এ মন্নান, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ফয়সল, জোবাইর হোসেন, সাব্বির হোসেন, আবুল বাশার,  আবদুল ওয়াহিদ, মোহাম্মদ মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীরা বলেন, আমিরাতে করোনা পরিস্থিতির উন্নতি আর অভ্যন্তরীণ ভিসা পরিবর্তন সুযোগ চালু হওয়াতে দেশীয় ক্ষুদ্র ব্যবাসয়ীরা দেশীয় পণ্য সামগ্রী বিপনন আর কর্মক্ষেত্র সৃস্টির লক্ষে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। সবার উচিত দেশীয় প্রতিষ্ঠানে এসে দেশীয় পণ্য সামগ্রী সুলভ মুল্যে কেনাকাটা করা।

আরো সংবাদ