স্বাধীনদেশ টেলিভিশন

বন্যা: ঈদের আমেজ নেই কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষদের মাঝে

ঈদের আমেজ নেই কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষদের মাঝে। বন্যার পানিতে বাড়িঘর হারিয়ে শেষ সম্বল ও গবাদী পশু নিয়ে এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন তারা। খাবার, পানি, গো খাদ্য, চিকিৎসা সংকটে বিপর্যস্ত মানুষদের কাছে ঈদের আনন্দ ফ্যাকাসে।


টানা বন্যায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দি কুড়িগ্রামের শতাধিক চরের ৪ লক্ষাধিক মানুষ।

করোনা ও বন্যা পরিস্থিতিতে হাতে কাজ ও ঘরে খাবার না থাকায় খেয়ে না খেয়ে দিন পার করছেন বেশির ভাগ শ্রমজীবি মানুষ। এমন অবস্থায় তাদের মাঝে নেই কোন ঈদের আমেজ।

অন্যান্য বছর প্রতিবেশীর সহায়তায় পরিবার পরিজন নিয়ে ঈদের দিন পেট পুড়ে খেতে পারলেও এবার নেই সে উপায়ও। সংকটে পড়া মানুষগুলো সরকারী -বেসরকারী সহযোগীতার উপর নির্ভরশীল হয়ে পড়লেও তাও মিলছে না পর্যাপ্ত।

এদিকে একমাসেরও বেশি সময় ধরে ডুবে আছে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটার চর ও নিম্মাঞ্চল। তিন দফা বন্যায় সর্বশান্ত মানুষগুলোর ঈদ নিয়ে কোন উচ্ছাস নেই।

পর্যাপ্ত ত্রান না পাওয়ার বিস্তর অভিযোগও তাদের।

ঈদ উৎসব পালনের জন্য ভিজিএফের চাল বিতরণ হচ্ছে, কোন সংকট হবে না বলে জানালেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মতিন।

আরো সংবাদ