স্বাধীনদেশ টেলিভিশন

বাংলাদেশসহ যে ৪ দেশের জন্য জাপান প্রবেশে কড়া নির্দেশনা

করোনার সংক্রমণ বাড়ায় বাংলাদেশসহ আরো চার দেশের জন্য জাপানে প্রবেশের ক্ষেত্রে কড়া নির্দেশনা দিয়েছে জাপান সরকার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও পেরুর নাগরিকরা যদি জাপানে পুনঃপ্রবেশ করতে চায়, তাহলে করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশের দূতাবাসের বিশেষ অনুমতিপত্রও দিতে হবে।

তবে সেক্ষেত্রে করোনা পরীক্ষা করাতে হবে জাপানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে। আগামী শুক্রবার থেকে নতুন এই বিধি-নিষেধ কার্যকর হবে।

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলেও এই চার দেশে সংক্রমণ বাড়ায় জাপান সরকার আগেই এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সব বিদেশি নাগরিকদেরই জাপানে প্রবেশের পর ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। এই সময়ে তারা গণপরিবহন ব্যবহার করতে পারবে না।

জাপান সরকারের তথ্য অনুসারে, বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে দুই লাখের বেশি মানুষ সাময়িকভাবে জাপান ছেড়েছে। শর্ত সাপেক্ষে এখন তারা জাপানে প্রবেশ করতে পারবে।

এর আগে দেশগুলো থেকে যাওয়া যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষার পর উদ্বিগ্ন হওয়ার মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার জেরে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে টোকিও।

আরো সংবাদ