স্বাধীনদেশ টেলিভিশন

কাটা পড়েছে সাবমেরিন ক্যাবল, কমেছে ইন্টারনেটের গতি

রোববার সকাল থেকে দেশের ইন্টারনেট সেবায় মারাত্মক ব্যাঘাত ঘটেছে। এতো বড় ধরনের ব্যাঘাত এর আগে দেখা যায়নি। সিমিউই-৫ সাবমেরিন কেবল কাটা পড়ায় দেশের ইন্টারনেট সেবার ৬০ শতাংশ ব্যাহত হচ্ছে।

রোববার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সহ-সভাপতি ও আইআইজিএবি’র মহাসচিব আহমেদ জুনায়েদ।

তিনি বলেন, কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানা গেছে। এটি নতুন সাবমেরিন কেবল, যা ২ বছর আগে স্থাপন করা হয়। ল্যান্ডিং স্টেশনের ৩-৪ কিলোমিটার দূরে আলিপুর নামক স্থানে এর ক্যাবল কাটা পড়েছে। এ ঘটনায় বেলা ১১টার দিকে ইন্টারনেট ডাউন হয়ে পড়ে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার মধ্যে লাইন মেরামতের কথা বলেছে। তবে সন্ধ্যার মধ্যে ঠিক হওয়ার বিষয়ে আমরা এখনো নিশ্চিত না।

আহমেদ জুনায়েদ আরও বলেন, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ১ হাজার ৭০০ জিবিপিএস। এর মধ্যে সর্বাধিক পরিমাণ ব্যান্ডউইথ (১০০০-১১০০ জিবিপিএস) সিমিউই-৫ এর মাধ্যমে আসে। গুরুত্বপূর্ণ এই সাবমেরিন ক্যাবলটি কাটা পড়ায় ৬০ শতাংশ ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। এখন শুধুমাত্র সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে।

আরো সংবাদ