স্বাধীনদেশ টেলিভিশন

সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানে সেনাবাহিনী প্রধান স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া এ সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন।

দেশটির সরকারি তথ্যসূত্রে জানা যায়, কাশ্মীরে চলমান অস্থিরতার বিষয়ে কূটনৈতিক আলোচনা ও ইসলামাবাদের অর্থনৈতিক সংকট কাটাতে সহযোগীতার ব্যাপারেই সৌদিতে যাচ্ছেন তিনি।

২০১৮ সালে পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার ধার হিসেবে ও তেলের বাণিজ্য সুবিধার জন্য ৩.২ বিলিয়ন ডলার দিয়েছিলো সৌদি আরব। তবে কাশ্মীর ইস্যুতে রিয়াদের নজরদারি ও অতি উৎসাহী হওয়ার সমালোচনা হয় পাকিস্তানের তরফ থেকে।

বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানি সেনাবাহিনীর দুই কর্মকর্তা জানান, এসকল বিষয়ে যেন দু’দেশের মধ্যে কোন সম্পর্কের অবনতি না ঘটে ও আরো সম্পর্কোন্নয়নের জন্যই সেনাপ্রধানের এই সফর।

আরো সংবাদ