স্বাধীনদেশ টেলিভিশন

কক্সবাজারে সোমবার থেকে খুলছে হোটেল-বিনোদন কেন্দ্র

করোনাভাইরাসের কারণে প্রায় ৫ মাস ধরে বন্ধ থাকা কক্সবাজারের হোটেল-রেস্টুরেন্ট ও পর্যটন কেন্দ্রগুলো আনুষ্ঠানিকভাবে ফের খুলছে আগামী ১৭ আগস্ট সোমবার থেকে। যদিও কিছুদিন আগে থেকেই হাজার হাজার পর্যটক কক্সবাজারে আসা-যাওয়া করছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জেলার পর্যটন শিল্পের সাথে বিভিন্নভাবে যুক্ত প্রায় ২ লক্ষ লোকের জীবন-জীবিকার কথা চিন্তা করে সীমিত আকারে পর্যটন সংশ্লিষ্ট হোটেল-বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং আগত পর্যটকদের যে কোন অবস্থাতেই বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। কেউ স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনের আওতায় আনা হবে।

এজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকিতে থাকবেন বলেও জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এদিকে দীর্ঘ প্রায় ৫ মাস পর সীমিত আকারে কক্সবাজারের পর্যটন শিল্প খুলে দেওয়ার সিদ্ধান্তে কক্সবাজারের হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্ট, ক্ষুদে, ভাসমান ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের মাঝে প্রস্তুতির ধুম পড়ে গেছে। ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। নেয়া হচ্ছে, স্বাস্থ্যবিধির আলোকে বিভিন্ন ব্যবস্থা।

আরো সংবাদ