স্বাধীনদেশ টেলিভিশন

দুই কিশোরীকে রক্ষা করতে সমুদ্রে ঝাঁপ দিল পর্তুগিজ প্রেসিডেন্ট

সিনেমাকেও হার মানানোর মত ঘটনা। কোন তরুণ বা যুবক নয়, উত্তাল ঢেউয়ে বিপদে পড়া দুই কিশোরিকে রক্ষায় সমুদ্রে ঝাঁপ দিলেন ৭১ বছর বয়সী পর্তুগালের প্রেসিডেন্ট।

ঘটনাটি শনিবারের হলেও গেল কয়েকদিন ধরে মার্সেলো রেবোলোর এমন বীরোচিত ঘটনা সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক সামাজিক মাধ্যমে কিশোরিদের রক্ষায় তার ভিডিওটি নিয়ে চলছে নানা আলোচনা আর প্রশংসা।

পর্তূগিজ সংবাদপত্র প্লাটাফর্মা জানায়, কোনো রকম প্রটোকল ছাড়াই পর্তুগালের আলগারভে সাগর উপকূলে ঝাঁপিয়ে পড়ে দুই কিশোরকে রক্ষা করেন প্রেসিডেন্ট। সাঁতার কাটতে গিয়ে ঐই দুই কিশোরি বিপদে পড়লে এসময় তাদেরকে রক্ষা করতে পানিতে নামে উদ্ধারকারী দল। একপর্যায়ে উদ্ধারকারী দলকে সহায়তায় সমুদ্রে নিজেই নেমে পড়েন পর্তুগিজ প্রেসিডেন্ট।

বিবিসি জানিয়েছে, ৭১ বছর বয়স্ক প্রেসিডেন্টকে শনিবার সাগরে ঝাঁপ দিয়ে বিপদে পড়া কিশোরিদের রক্ষার ছবি প্রকাশিত হলে এ নিয়ে হৈচৈ পড়ে যায়। প্রেসিডেন্ট রেবেলো ডি সাউসা বর্তমানে দেশটির আলগারভে ছুটি কাটাচ্ছেন এবং সেখানকার পর্যটনের উন্নয়নে কাজ করছন।

জানা গেছে, প্রেসিডেন্ট রোবেলা নিজেই সাঁতারে দক্ষ হওয়ায় প্রায় সময়ই সমুদ্রের উপকূলে দেখা যায়। তার বাড়ির সাগরের পাশে। এসময় তিনি ছবি তোলাসহ সাধারণ মানুষের সঙ্গে গল্প করতে পছন্দ করেন। প্রেসিডেন্ট বিভিন্ন সময় সচেতনামূলক প্রচারণায় নিজেই রাস্তায় বের হয়ে যান।

আরো সংবাদ