স্বাধীনদেশ টেলিভিশন

প্রেসিডেন্ট নির্বাচন : জো বাইডেনকে আনুষ্ঠানিক মানোনয়ন দিলো ডেমোক্র্যাটরা

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিনে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।

এরই মধ্যে দলের পক্ষ থেকে প্রেসিন্ডেন্ট  প্রার্থীতা গ্রহণ করেছেন বাইডেন।

করোনার কারণে চারদিনব্যাপী চলা কনভেনশনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রেসিডেন্ট প্রার্থীতা নিশ্চিতে বাইডেনকে ভোট দিয়েছেন ডেলিগেটসরা।

দলটির প্রবীণ রাজনীতিবিদ ও উদীয়মান তারকারা বলছেন, বাইডেন মহামারি বিধ্বস্ত যুক্তরাষ্ট্রকে সারিয়ে তুলবেন ও প্রেসিডেন্ট ট্রাম্পের অরাজকতার অবসান হবে।

এদিকে এক ভিডিও বার্তায় দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ট্রাম্পকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তিনি বলেন ট্রাম্প শুধু দায়িত্ব অস্বীকার ও দোষ চাপাতে পারে, তার এমন স্বভাব কোনদিনই পরিবর্তন হবেনা ।

এতে ক্লিনটন আরো বলেন, ওভাল অফিস কমান্ড সেন্টার না হয়ে বিশৃঙ্খলার সেন্টারে পরিণত হয়েছে। 

আরো সংবাদ