স্বাধীনদেশ টেলিভিশন

সরকার দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চায় না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক তা আমরা কেউই চাই না। আমরা চাই বিচারের মাধ্যমেই শাস্তি হোক। তবুও মাঝে-মধ্যে দু’য়েকটি দুর্ঘটনা ঘটে যায়। তবে সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশে কোনো সেক্টরে যখনই অন্যায়-দুর্নীতি হয় তখনই সরকার তা শক্ত হাতে দমন করে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সদর উপজেলায় খাদিমনগরে ‘রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক অ‌্যান্ড রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর বেলা ১২টায় সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সেখানে একটি অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল ৩টায় সড়কপথেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।

আরো সংবাদ