স্বাধীনদেশ টেলিভিশন

মালয়েশিয়া থেকে রাতেই দেশে আসছেন রায়হান

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির অবশেষে মুক্ত হয়ে ঢাকার আসবেন।

শুক্রবার (২১ আগস্ট) রাতেই তাকে কুয়ালালামপুর বিমানবন্দর (কেএলআইএ) থেকে ঢাকার ফ্লাইটে ফেরত পাঠানোর কথা রয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ এ তথ্য জানিয়েছেন। খবর মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের।

এক বিবৃতিতে খায়রুল দিজাইমি দাউদ বলেছেন, ডিপোর্টেশন টিম রাত ৯টায় মো. রায়হানকে কেএলআইএ- এ নিয়ে আসবে।

করোনা মহামারি চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গত ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর ৬ আগস্ট পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিন মঞ্জুর করেন।  বুধবার রিমান্ড শেষ হওয়ার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপরেই ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নেয়।

আরো সংবাদ