স্বাধীনদেশ টেলিভিশন

বিশ্বে ৮ লাখ ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী শনিবার (২২ আগস্ট) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ। অন্যদিকে ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী শনিবার ভোর রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬১৯ জন।

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮০ হাজার ১৩১ জন। আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৩৮ হাজার ১০৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ২৫০ জন মারা গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৮২ হাজার ৩৬২ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। মৃতের সংখ্যা চতুর্থ সর্বোচ্চ ৫৬ হাজার ৮৪৬ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৯ হাজার ৬১০ জন মারা গেছে মেক্সিকোতে।

মৃতের সংখ্যায় পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে মারা গেছে ৪১ হাজার ৪২৩ জন। ইতালিতে মারা গেছে ষষ্ঠ সর্বোচ্চ ৩৫ হাজার ৪৩০ জন। আর ফ্রান্সে সপ্তম সর্বোচ্চ ৩০ হাজার ৫১২ জন।

এ ছাড়া স্পেনে ২৮ হাজার ৮৩৮, পেরুতে ২৭ হাজার ২৪৫ ও ইরানে ২০ হাজার ৫০২ জন মারা গেছে।

বিশ্বব্যাপী বেড়েই চলছে মৃতের সংখ্যা। বিদ্যুৎ গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবার প্রশ্ন একটাই কবে বিশ্ব মুক্তি পাবে প্রাণঘাতী এই ভাইরাসের করাল গ্রাস থেকে?

আরো সংবাদ