স্বাধীনদেশ টেলিভিশন

পেরুর নাইটক্লাবে অভিযানে পদপিষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু

পেরুতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নীতিমালা লঙ্ঘন করে একটি নাইটক্লাবে জড়ো হওয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পদপিষ্ট হয়ে ১৩ জন মারা গেছে। আর আতঙ্কের খবর হলো- মারা যাওয়া ১৩ জনের ১১ জনই করোনা আক্রান্ত ছিলেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গতকাল রোববার পেরুর রাজধানীর ‘থমাস রেস্টোবার’ নামের নাইটক্লাবে পার্টি চলছিল। এ পার্টিতে ১২০ জনেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। দেশটির করা করোনা নীতিমালা ভেঙে পার্টি করায় সেখানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানে আতঙ্কিত হয়ে নাইটক্লাবে উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৩ জন নিহতের পাশাপাশি আরও তিনজন আহত হয়েছে। নাইটক্লাবটি থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, তারা অভিযানের সময় কোনো অস্ত্র বা কাঁদানে গ্যাস ব্যবহার করেনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ