স্বাধীনদেশ টেলিভিশন

ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গ

ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের দূর্গাপুর ও বহরমপুর।

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানায়, বুধবার সকাল ৭টা ৫৪ মিনিটে দুর্গাপুরের ১১০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। সেখানে মাঝারি মাত্রার এ ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪ দশমিক ১।

অন্যদিকে বহরমপুর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এটি ৩.৮ মাত্রায় আঘাত হানে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাটি থেকে ১০ কিমি গভীরে ছিল এ কম্পনের উপকেন্দ্র। জানায়, দূর্গাপুরের শিল্পশহর এবং এর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ছুটোছুুটি করতে থাকেন লোকজন।

এর আগে সোমবার রাত ৩টা ৩৬ মিনিটে অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

আরো সংবাদ