স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে সাড়ে ৩ হাজার নয়; দেড় হাজারে মিলবে বিদেশগামীদের করোনা পরীক্ষা

যেসব প্রবাসী দেশে করোনা পরীক্ষা করাবেন তাদের জন্য ফি কমিয়েছে সরকার। আগে ছিল সাড়ে ৩ হাজার টাকা। বর্তমান ফি কমিয়ে করা হয়েছে দেড় হাজার।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন. আগে সাড়ে ৩ হাজার টাকায় বিদেশগামীদের করোনা টেস্ট করা হতো শনিবার থেকে সেটা কমিয়ে দেড় হাজার টাকা করা হয়েছে।

অবশ্য এর আগে সোমবার (২৪ আগস্ট) এক অনুষ্ঠানে করোনা টেস্টের ফি কমানো হয়েছিল বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী সেই সময় বলেছিলেন, ‘২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।’

আরো সংবাদ