স্বাধীনদেশ টেলিভিশন

তিন ঘণ্টার মধ্যে শেষ করতে হবে ওমরাহ

মক্কায় ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের। বৃহস্পতিবার রাতে আরব টাইমস এ তথ্য জানিয়েছে।

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলছে সৌদি আরব। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন পাবেন। তবে মক্কায় তাদেরকে ওমরাহ শুরু ও শেষ করার জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হবে।

প্রথম দফায় এক দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার হাজি ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার হাজিকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।

সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

আরো সংবাদ