স্বাধীনদেশ টেলিভিশন

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর পেটে বাঁধা ছিল ৮২ সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর পেটে বাঁধা অবস্থায় ৯ কেজি ওজনের ৮২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে ওই ব্যক্তিকে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায় বলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান জানান।

আটক এনামুল কবিরের (৩৫) বাড়ি কক্সবাজারে। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে দুবাই থেকে চট্টগ্রামে আসেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক বলেন, এক যাত্রীর কাছে সোনার বার আছে এমন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অভিযান চালিয়ে এনামুল কবিরের শরীর তল্লাশি করে ৯ কেজি ওজনের ৮২টি সোনার বার পাওয়া যায়। তার পেটের সঙ্গে বাঁধা ছিল সোনার বারগুলো।

জব্দ হওয়া স্বর্ণের বাজার মুল্য প্রায় ৫ কোটি ৭০ লক্ষ টাকা বলে জানিয়েছেন বিমানবন্দরে কাস্টমসের ডেপুটি কমিশনার রোখসান খাতুন।

আরো সংবাদ