স্বাধীনদেশ টেলিভিশন

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ২

কক্সবাজারে উখিয়ার কুতুপালংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ। তিনি জানান, নিহত দুই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আরও হতাহত আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর পর্যন্ত কুতুপালং ক্যাম্পের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরসা ও মুন্না নামে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।

ওই ঘটনায় সমিরা আক্তার (৪১) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।

আরো সংবাদ