স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রাম বন্দরে ‘চুরি’ করতে গিয়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় ‘চুরি’ করতে যাওয়া পাঁচজনকে আটকের পর একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে বন্দরের ভেতরে অকশান গোলার কাছে চোর সন্দেহে পাঁচজনকে আটক করে বন্দরের নিজস্ব নিরাপত্তাকর্মীরা।

পরে তাদেরকে বন্দর থানায় নেয়া হলে আহত অবস্থা দেখে পুলিশ গ্রহণ করেনি। এরপর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. শামীম (৩৫) নামের একজনের মৃত্যু হয়। আহত বাকি চারজনকে মোহাম্মদ জসিম (৩০), মো. ফারুক (২৭), শফিকুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, বন্দর থেকে পাঁচজনকে আনার পর শামীম নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দরের সংরক্ষিত এলাকায় এই পাঁচজন পুরনো লোহার টুকরো চুরির চেষ্টা করছিলেন। সিসিটিভিতে বিষয়টি দেখতে পেয়ে বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা তাদের ঘেরাও করে। এ সময় তারা দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে আহত হয়।

এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরো সংবাদ