স্বাধীনদেশ টেলিভিশন

বন্দুকযুদ্ধের নামে ছেলেকে হত্যার অভিযোগে মায়ের মামলা

চট্টগ্রাম নগরে কথিত বন্দুকযুদ্ধের নামে বাড়ি থেকে স্কুলছাত্রকে তুলে নিয়ে হত্যার অভিযোগে পুলিশের একজন এসআই, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলরসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মহিউদ্দিন মুরাদের আদালতে অভিযোগটি করেন নিহত জয়নাল আবেদীনের মা জোহরা বেগম।

মামলায় বায়েজিদ বোস্তামী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিম হোসেন, চসিকের পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোবারক আলী, স্থানীয় শামসু, ইলিয়াস, মিঠু কুমার দে ও পুলিশের কথিত সোর্স ফোরকানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন আদালত।

তবে বায়েজিদ বোস্তামী থানার তৎকালীন ওসি (বর্তমানে চান্দগাঁও থানার ওসি) আতাউর রহমান, এসআই নোমান, এসআই দিপঙ্কর, পুলিশ সদস্য আলাউদ্দিন, কন্সটেবল মাসুদ রানা, স্থানীয় বাসিন্দা হারুন ও লাল সুমনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হয়নি।

মামলার বাদীর আইনজীবী অরবিন্দ দাশ চৌধুরী বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন। অভিযোগ তদন্ত করার জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন আদালত। বাকিদের বিষয়ে তদন্তে সম্পৃক্ততার তথ্য পেলে প্রতিবেদন পাওয়ার পর আদালত নির্দেশনা দেবেন।

এর আগে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর রাতে আমিন জুট মিল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মারা যায় দশম শ্রেণির ছাত্র জয়নাল আবেদীন।

আরো সংবাদ