স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামেও ‘ঊনপঞ্চাশ বাতাস’

আগামী ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘রেড অক্টোবর ফিল্মস’ এর ব্যানারে নির্মিত মাসুদ হাসানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। একই দিনে চট্টগ্রামের ‘সিলভার স্ক্রিন’ এ মুক্তি পাচ্ছে ছবিটি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘একটা সুস্থ-স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় গত ১৩ মার্চ ছবিটির মুক্তি স্থগিত করেছিলাম। এরমধ্যে চলে গেছে ঘরবন্দি থমথমে ৭টি মাস! আমি মনে করি, এখন আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকে ছবিটি মুক্তির আয়োজন করলাম।’

দেশের সাধারণ প্রেক্ষাগৃহে কেন নয়- এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেন, ‘যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা সকলেই জানেন আমি কতোটা নিয়মতান্ত্রিক মানুষ, অব্যবস্থাপনা ও অস্বচ্ছতা আমার পছন্দ নয় । মুশকিল হলো আমাদের দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে আয়-ব্যয় হিসাব করার পদ্ধতি অতি সনাতন ও অস্বচ্ছ। দেশব্যাপী মুক্তি দিলে সেই ছবির অনেক নামডাক হয় এবং সেই ছবি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অনেক প্রভাবশালী মনে হয়। আমি ক্ষুদ্র মানুষ, জেনে বুঝে লোকসান করতে রাজি আছি , কিন্তু ফাঁদে পড়ে নয়। তারচেয়ে ধীরে ধীরে দেশের অন্য প্রেক্ষাগৃহগুলোতে আসবে ছবিটি।’

‘ঊনপঞ্চাশ বাতাস’ অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ফারিহা শামস সেওতি, ইনামুল হকসহ আরোও অনেকে।

রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

আরো সংবাদ