স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাতের প্রবাসের মাটিতে দুর্গাপূজা ও বিসর্জন সম্পন্ন

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের পাঁচদিনব্যাপী দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

গতকাল ছিল শুভ বিজয়া। আমিরাতের বিভিন্ন প্রদেশে অবস্থিত বিভিন্ন মন্দিরে সনাতনী দের আয়োজিত ছিল দুর্গাপূজার আমেজ। আল আইনের সার্বজনীন দুর্গা মায়ের পূজা লোকনাথ সেবাশ্রম, মরুতীর্থ প্রবাসী গীতা সংঘ, আল আইন, রাস আল খাইমাহ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, খোরফোক্কান দুর্গা মন্দির আবুধাবির শ্রীশ্রী সনাতনী গীতা সংঘ মন্দিরসহ বিভিন্ন জায়গায় মাকে পান সুপারি দিয়ে বিসর্জন দেওয়া হয়।

বিজয়া দশমী, পূজামণ্ডপে মণ্ডপে বিষাদের ছায়া। ২১ অক্টোবর পঞ্চমী তিথিতে সায়ংকালে দেবীর বোধন পূজার মাধ্যমে শুরু হয়েছিল এবারের শারদীয় দুর্গা পূজা। ষষ্ঠীতে সায়ংকালে দেবীর  আমন্ত্রণ ও অধিবাসপূজা,সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান ও দর্পণে মায়ের স্নান পূজন ও অঞ্জলির মাধ্যমে শুচিত হয় প্রধান পূজার। মহাষ্টমীতে দর্পণে মায়ের স্নান  মুলা পূজা ও সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। সন্ধি পূজায় বলি, ১০৮ টি লাল পদ্ম ও ১০৮ প্রদীপ উৎসর্গ করা হয় দুর্গামায়ের চরনে। মহানবমীতে দর্পণে মায়ের স্নান  মুলা পূজা ও হোম (যজ্ঞ)করা হয়। বিজয়া দশমীতে দশমী তিথিতে দর্পণে মায়ের বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। পঞ্চমী থেকে বিজয়া দশমী এই পাঁচ দিন প্রবাসী ধর্মাবলম্বীরা অশুভ শক্তি বিনাশের প্রত্যয়ে দুর্গতিনাশিনী দেবীর চরণে অর্পণ করছেন পুষ্পাঞ্জলি। পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দেবি দুর্গার বোধন ও পূজা করেছিলেন।পরে দেবী পার্বতী মালভূমের রাজার মাধ্যমে নিজের এই রূপের পুজো শুরু করেন।

আরো সংবাদ