স্বাধীনদেশ টেলিভিশন

এমিরেটসের এ৩৮০ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আম্মান

এমিরেটস এয়ারলাইন আগামী ৪ নভেম্বর থেকে দুবাই-আম্মান-দুবাই রুটে তাদের বিলাসবহুল এ-৩৮০ উড়োজাহাজ পরিচালনা করবে। এর ফলে এই রুটে এমিরেটস পরিচালিত ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে সপ্তাহে ১০টি।

বুধ, বৃহস্পতি ও শুক্রবার এ৩৮০ ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। বর্তমানে কায়রো, প্যারিস, লন্ডন হিথ্রো, গুয়াংঝু ও মস্কোতে অনুরুপ ফ্লাইট পরিচালিত হচ্ছে। এমিরেটসের এই দ্বিতল এ৩৮০ উড়োজাহাজগুলো তাদের প্রশস্ত ও আরামপ্রদ কেবিনগুলোর জন্য সুপরিচিত ও জনপ্রিয়। যাত্রীদের জন্য অনবোর্ড লাউঞ্জ ও শাওয়ার স্পাসহ বিভিন্ন আকর্ষনীয় ও এমিরেটসের জন্য বৈশিষ্টপূর্ন সেবা প্রদান করা হয় উড়োজাহাজগুলোতে।

emirates.com, এমিরেটস অ্যাপ বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন গ্রাহকরা।

দুবাই উম্মুক্ত হবার ফলে ব্যবসায়িক বা পর্যটনের জন্য এমিরেটস যাত্রীরা নগরীটি ভ্রমণ করতে পারবেন। দুবাই আগমনকারী সকল যাত্রীদের জন্য কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। এমিরেটসের ঢাকা অফিস থেকে দুবাই ভিসা পেতে পারেন আগ্রহী যাত্রীরা।

এমিরেটস বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকায় ৯টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১০০টির গন্তব্যে ভ্রমনের সুবিধা পাচ্ছেন।

আরো সংবাদ