স্বাধীনদেশ টেলিভিশন

বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মহানবীর( সাঃ)আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই

পবিত্র ঈদে মিলাদুন নবী ( দঃ) উপলক্ষে প্রতি বছরের মত এবারও রাজধানী‌তে ‌বিরাট জশনে জুলুস বের ক‌রে আনজুমা‌নে রহমা‌নিয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া ট্রাস্ট।

মঙ্গলবার সকাল ১০টায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সাম‌নে থে‌কে হাজার হাজার আ‌শে‌কে রাসূ‌লের অংশগ্রহণে জুলুসটি জেনেভা ক্যাম্প, আসাদগেট, মোহাম্মদপুর টাউনহল, শিয়া মসজিদ, আদাবর, শ্যামলী হয়ে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে রাহমাতু‌ল্লিল আলামীন ( সাঃ) এর শুভাগমনের তাৎপর্য নি‌য়ে মাদ্রাসা ময়দা‌নে অনু‌ষ্ঠিত মাহ‌ফি‌লে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ সাদেক খান।

বিশেষ অতিথি ছিলেন ২৯ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মো. সলিম উল্লাহ সলু, আলহাজ্ব মো. শহিদ উল্লাহ, আলহাজ্ব মো. নুরুল ইসলাম রতন, আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, মো. মিজানুর রহমান, আলহাজ্ব মো. আব্দুল মালেক বুলবুল, আলহাজ্ব শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, হাজী নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

মাহফিলে বক্তারা বলেন-বিশ্বব্যাপী যে হানাহা‌নি চল‌ছে তা থে‌কে উত্তর‌ণে ও শান্তি প্রতিষ্ঠায় মহানবীর ( দঃ) আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মানুষের কিঞ্চিৎ মানসিক পরিবর্তন হলেও সামগ্রিক চিন্তা- চেতনা, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে মহা নবীর নীতি- আদর্শ থেকে যোজন যোজন দূরে থাকায় প্রতিনিয়ত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে দেশ এবং জাতি।

সম্প্রতি প্রিয় নবীকে অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রদর্শণে বিশ্ব মোড়লদের নিরবতা, ও,আই,সি, আরবলীগের অভিভাবহীন মানসিকতা, জাতিসংঘের খেয়ালিপনায় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। জাতিসংঘসহ সকল অভিভাবক সংস্থাকে নবী (দঃ) ও ধর্মের প্রতি বিদ্বেষপোষণকারীদের শাস্তির আওতায় আনতে দা‌বি জানা‌নো হ‌য়ে‌ছে।

বক্তারা ব‌লেন, নীতিহীন, আদর্শহীন হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। আর আদর্শিক চেতনায় বিশ্বাসী হয়ে জীবন গঠন করতে পারলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি সু- নিশ্চিত। তাই পরিবার, সমাজ, রাষ্ট্রে তথা সর্বত্রে কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।

উপাধ্যক্ষ মুফ‌তি আবুল কা‌সেম মোহাম্মদ ফজলুল হ‌কের সঞ্চালনায় মিলাদ মাহ‌ফিল শে‌ষে দেশ, জাতি ও মুস‌লিম উম্মাহর সমৃ‌দ্ধি কামনা ক‌রে মোনাজাত প‌রিচালনা ক‌রেন তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাফেজ আবদুল আলিম রিজভী।

আরো সংবাদ