স্বাধীনদেশ টেলিভিশন

মহানবী (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: চুয়েটের শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বিশ্ব নবীকে (স.) নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে ফ্রান্সের সরকার বিরুদ্ধে সারাবিশ্বের মুসল্লিম ও বাংলাদেশ মুসলিমদের প্রতিবাদ ও বিক্ষোভ ফ্রান্স বিরোধী আন্দোলন চলছে। এসময় মহানবী (স.) সম্পর্কে কটূক্তি এবং ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করার অভিযোগ উঠছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থী মো. মুসাব্বির রায়হানের বিরুদ্ধে।

তিনি মুসলমানদের প্রাণ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ)’কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও নবীকে কটূক্তি করে বাজে মন্তব্য করেন বলে জানা গেছে।

বিষয়টি চুয়েট কর্তৃপক্ষ জানার পর দ্রুত ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।

এই ঘটনা নিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় এক জরুরি সভা ডেকে বিষয়টি অবহিত করা হয়। সভায় তাঁকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

তবে তাঁকে আজীবন বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে জানাতে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।

এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল বলে জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থী মো রায়হান রোমান  চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চুয়েট শাখার সাবেক সহ সভাপতি বলে জানা গেছে।

আরো সংবাদ