স্বাধীনদেশ টেলিভিশন

সীতাকুণ্ডের সহস্রধারা লেকে নিখোঁজের ৩ ঘন্টা পর পর্যটকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৫টার সময় উপজেলার ছোট দারোগারহাটস্থ সহস্রধারা লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে একই দিন দুপুর ২টার দিকে সহস্রধারা লেকে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিহত পর্যটকের নাম মাহফুজ বিন ইকবাল (২৬)। সে নওগাঁ জেলার ধামুইরহাট থানার ধামুইরহাট চাকমৈরাম ইকবালের বাড়ির জাফর ইকবালের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুর দুইটার সময় ঢাকার রামপুরা পূর্ব হাজী পাড়া থেকে ৬জনের একটি দল ছোট দারগারহাট সহস্রধারা দেখতে এসে ঝর্নায় গোসল করতে গেলে মাহফুজ পানির স্রোতে হারিয়ে যায়।

অনেকক্ষন পরও তার খোঁজ না পেয়ে সহকর্মীরা সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে খবর দেন। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তিন ঘন্টা পর ডুবুরী দল মাহফুজের মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ওই পর্যটক গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই লেকে তল্লাশী করে নিখোঁজের তিন ঘন্টা পর পর্যটক মাহফুজের লাশ উদ্ধার করা হয়।

আরো সংবাদ