স্বাধীনদেশ টেলিভিশন

বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের বিক্রি বেড়েছে

২০১০ সালের পর এই প্রথমবারের মতো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার চেয়ে বিক্রির পরিমাণ বেড়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ বিক্রির নিট পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ১ টন।  যেখানে আগের বছরের একই সময়ে নিট ক্রয় ছিল ১৪১ দশমিক ৯ টন। 

সবচেয়ে বেশি স্বর্ণ বিক্রি করেছে উজবেকিস্তান ও তুরস্ক। আর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত ১৩ বছরের মধ্যে এই প্রথম কোনো প্রান্তিকে স্বর্ণ বিক্রি করলো। 

২০১৮ ও ২০১৯ সালে প্রায় রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনেছে কেন্দ্রীয় ব্যাংকগুলো।  চলতি বছরে যা অনেকটাই কমে গিয়েছে। গত মাসে এক পূর্বাভাসে জানায়, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার চাহিদা আগের অবস্থানে ফিরে আসতে আগামী বছর লেগে যেতে পারে।

আরো সংবাদ