স্বাধীনদেশ টেলিভিশন

শিকলবাহায় বৈদ্যুতিক মোটর কেনায় অর্থ আত্মসাৎ, ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে ক্ষমতার অপব্যবহার করে বৈদ্যুতিক মটর কেনার নামে ২ কোট ৫৯ লাখ ১১৯৭ টাকা আত্মসাতের দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুনীর্তি দমন কমিশন (দদুক)। দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২- এ মামলাটি দায়ের করা হয়।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী

বিষয়টি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২ এর উপ পরিচালক মাহবুব আলম নিশ্চিত করেন।

শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবন বিজয় দত্ত, উপ-ব্যবস্থাপক মো. মিজানুর রহমান এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আব্দুল আলীমকে এ মামলায় আসামি করা হয়েছ।

এছাড়া রাজশাহী নেসকো লিমিটেডের প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১ এর সাবেক পরিচালক মো. তোফাজ্জেল হোসেন (বর্তমানে প্রকল্প পরিচালক, গুলশান ইউনিট-৪, রি-পাওয়ারিং প্রজেক্ট, পিডিবি) ও ক্রয় পরিদপ্তরের সাবেক পরিচালক মো. আবু ইউসুফের নাম রয়েছে আসামির তালিকায়।

আরো সংবাদ